ব্লগ পরিসংখান

Wednesday, July 2, 2014

ব্লগারের টেমপ্লেট ডিজাইন/ডেভেলপ করবেন কিভাবে

ব্লগারের টেমপ্লেট তৈরি করার জন্য অনেকেই আগ্রহ প্রকাশ করে থাকে কিন্তু তারা জানে না আসলে ব্লগারের টেমপ্লেট ডিজাইন/ডেভেলপ করার জন্য কি কি জানা প্রয়োজন।ব্লগার দিয়ে ও অনেক ভালো মানের সাইট তৈরি করা যায় যদি সে রকম জানা থাকে।আজ আমি বলবো কি কি দক্ষতা লাগবে ব্লগারের টেমপ্লেট ডিজাইন/ডেভেলপ করার জন্য।

টেমপ্লেট ডিজাইন করার জন্য কি কি দক্ষতা লাগবেঃ

টেমপ্লেট ডিজাইন করার জন্য আপনাকে কিছু কম্পিউটার প্রোগাম জানা লাগবে।প্রোগাম ছাড়া আপনি কখনোই ব্লগারের টেমপ্লেট ডিজাইন করতে পারবেন না।আপনাকে নিচের প্রোগাম গুলো জানা লাগবে।

ওয়েব ডেভেলপমেন্ট টুলস্ – এবার কাজ করবেন দ্রুতগতিতে, কৌশলে এবং আরও অনেক বেশি প্রফেশনাল ভাবে

আপনি একজন ওয়েব ডেভেলপার । সারাদিন রাত কাজ করে যাচ্ছেন । একটুও অবসর নেই । তবে আপনার জন্য এই টিউন । এই টুলস্ গুলো ব্যবহারে অভ্যস্ত হলে আপনি কম সময়ে অনেক বেশি কাজ করতে পারবেন। হতে পারবেন আরও বেশি প্রফেশনাল । আসুন দেখে নেই ওয়েব ডেভেলপমেন্টে অসাধারন সব টুলস্ গুলো।
১. Browsershot
আপনার ওয়েবসাইটি বিভিন্ন  ধরনের Browser  কিরকম দেখাবে তার screenshots দেখতে পারেন এই ওয়েবসাইটটিতে। ওয়েবসাইটটি  800x600 এবং 1024x768 রেজুলেশনে ৬টি কমন Browser  এর screenshots দেখাবে ।
২. StudioPress
এটিও একটি রেসপনসিভ ডিজাইন  পরীক্ষা করার ওয়েবসাইট। আমরা সাধারনত যেই রেজুলেশনগুলো রেসপনসিভ ডিজাইনের জন্য  ব্যবহার করি সবগুলোই পাবেন এখানে।

এখন ঘরে বসেই ফ্রি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন শিখুন [পর্ব-০১] :: [টিউটোরিয়ালঃ ০১-০৫] Rectangular Tool থেকে Magnatic Lesso Tool পর্যন্ত বেসিক ও প্রজেক্ট

আসসালামু আলাইকুম
সবার আগেই বলে রাখি, সফলতার চাবি মহান আল্লাহ তায়ালার হাতে। এই চাবি তখনই মানুষের বোধগম্য হয় যখন সে তার ধের্য্য, শ্রম, মেধা দিয়ে কঠোর সাধনা করে। তাই আমি এতটুকু বলতে পারি যে, যারাই আমার এই ভিডিও টিউটোরিয়াল গুলো ধৈর্য সহকারে পর্যায়ক্রমে প্রতিটা পর্ব খুব মনোযোগ সহকারে দেখবেন এবং সেইভাবে প্রাকটিস করবেন তারা ইনশা-অাল্লাহ অবশ্যই ফ্রিল্যান্স মার্কেট উপযোগী এবং ভাল মানের একজন গ্রাফিক্স ডিজাইনার হতে পারবেন।

উইন্ডোজ ৯ এর ফিচার নিয়ে আসুন উইন্ডোজ ৮/৮.১ এ+দুইটি টুল

ModernMix

 

যেসকল নন-টাচ পিসির ব্যাবহারকারী উইন্ডোজ ৮.১ এর আপডেট ১ এর পরেও মেট্রো অ্যাপস চালিয়ে সুখ পাচ্ছেন না, তাদের জন্য সুখবর নিয়ে এসেছে মাইক্রোসফট। ২০১৫তে উইন্ডোজ ৯ এ স্টার্ট মেনু আর মেট্রো অ্যাপস উইন্ডোর মধ্যে চালানোর সুবিধা পাওয়া যাবে। সুতরাং অপেক্ষা করুন................
আর যারা তা পারবেন না তারা স্টার্ট মেনু হিসেবে কি ব্যাবহার করবেন তা তো বলার দরকার নেই। তবে মেট্রো অ্যাপস উইন্ডোর মধ্যে চালাতে ব্যাবহার করুন ModernMix ও নিজের উইন্ডোজ ৮/৮.১ কে পরিনত করুন পুরো উইন্ডোজ ৯ এ  এটার মাধ্যমে উইন্ডোজ ৮ ব্যাবহারকারীরাও উইন্ডোজ ৮.১(আপডেট ১) এর মত টাস্কবারে মেট্রো অ্যাপগুলো পিন করতে পারবে ও ছোট ডিসপ্লের কারনে যারা ২ টার অধিক মেট্রো অ্যাপস একসাথে চালাতে পারছেন না তারাও এই সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে পারবেন। ছবিতে Mail অ্যাপসটি উইন্ডোর ভিতরে চলতে দেখা যাচ্ছে।