ব্লগ পরিসংখান

Wednesday, July 2, 2014

ব্লগারের টেমপ্লেট ডিজাইন/ডেভেলপ করবেন কিভাবে

ব্লগারের টেমপ্লেট তৈরি করার জন্য অনেকেই আগ্রহ প্রকাশ করে থাকে কিন্তু তারা জানে না আসলে ব্লগারের টেমপ্লেট ডিজাইন/ডেভেলপ করার জন্য কি কি জানা প্রয়োজন।ব্লগার দিয়ে ও অনেক ভালো মানের সাইট তৈরি করা যায় যদি সে রকম জানা থাকে।আজ আমি বলবো কি কি দক্ষতা লাগবে ব্লগারের টেমপ্লেট ডিজাইন/ডেভেলপ করার জন্য।

টেমপ্লেট ডিজাইন করার জন্য কি কি দক্ষতা লাগবেঃ

টেমপ্লেট ডিজাইন করার জন্য আপনাকে কিছু কম্পিউটার প্রোগাম জানা লাগবে।প্রোগাম ছাড়া আপনি কখনোই ব্লগারের টেমপ্লেট ডিজাইন করতে পারবেন না।আপনাকে নিচের প্রোগাম গুলো জানা লাগবে।

  • এইচটিএমএলঃ অবশ্যই এইচটিএমএল অথবা এইচটিএমএল৫ জানা লাগবে।কারন প্রতিটা সাইটের মূল প্রোগাম থাকে এইচটিএমএল।এটি ছাড়া আপনি কখনোই সাইট ডিজাইন/ডেভেলপ করতে পারবেন না।তাই প্রথমেই এইচটিএমএল শিখে নিন এটা শিখার জন্য http://www.w3schools.com ব্যবহার করতে পারেন।
  • সিএসএসঃ CSS or Cascading Style sheet ব্যবহার করা হয় একটা সাইটের ডিজাইন কে আকর্ষণীয় করে তোলার জন্য।সিএসএস ছাড়া কখনোই একটি সাইটকে সুন্দর করতে পারবেন না এটা ছাড়া ডিজাইন কখনোই সুন্দর হবে না।তাই এটা শিখে ফেলুন জলদি।
  • এক্সএমএলঃ যেহেতু ব্লগার পিএইচপি ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে না তাই আপনাকে এক্সএমএল ব্যবহার করতে হবে।এটা সম্পর্কে আপনাকে মোটামুটি ধারনা থাকতে হবে।
  • জাভাস্ক্রিপ/জেকুয়েরিঃ বাড়তি ফিচার যোগ করার জন্য অবশ্যই এটা জানা লাগবে। এটা ছাড়া কখনোই ভালো মানের ব্লগার টেমপ্লেট ডিজাইন করা সম্ভব না।একজন প্রফেশনাল ডেভেলপার হতে হলে এ দুটো জানা থাকতেই হবে।
  • ফটোশপঃ প্রত্যেক প্রফেশনাল ডেভেলপার অথবা ডিজাইনার প্রথমে তাদের টেমপ্লেট কে ফটোশপে ডিজাইন করে তারপর এটার প্রোগামিং করে।তাই আপনাকে একজন প্রোফেশনাল ডেভেলপার অথবা ডিজাইনার হতে হলে ফটোশপের উপর ভালো দক্ষতা থাকতে হবে।

শিখবেন কোথা থেকেঃ

এত গুলো জিনিস শিখতে বললাম যে আপনাকে এবার হয়তো ভাবছেন কোথা থেকে শিখবেন এগুলো আপনাকে ভাবতে হবে না আমি আপনাকে এগুলো শিখার সাইটের নাম বলে দিচ্ছি।

No comments:

Post a Comment