ব্লগ পরিসংখান

Thursday, July 24, 2014

আমারও থাকবে ওয়েব সার্ভার “নিজের পিসিতে”!! সবাই দেখবে আমার ওয়েব সাইট!!(যেকোন জায়গা থেকে) (নতুনদের জন্য তবে পুরাতনদের জন্য অবশ্যই কিছু থাকছে) (A টু Z)

অনেকেই হয়তো আগে localhost কে ওয়েভ সার্ভার বানিয়েছেন এবং সফল ভাবে ইন্টারনাল নেটওয়ার্ক এর মধ্যে অ্যাক্সেসও করেছেন। কিন্তু দুক্ষজনক ভাবে বাহির থেকে তা করতে পারেন নি। যারা পেরেছেন তারা এই প্রাইমারি মার্কা টিউন না পড়লেও হবে। কিছু মানুষের আবার চুল্কানি বেশি তারা আবার চুল্কাইতে আস্তে পারে, তাদের আমি ভয় পাই :P ..আমার ভয় এই জায়গায় যে আমি কম জানি ও কম বুঝি সাথে সাথে বেশি বুঝার চেষ্টা করি... :D
(এখানে লগিন করতে না পারায় আগে টিউন্টা tunerpage এ করা হয়েছে)
শুরুতে কিছু সুবিধা ও অসুবিধা দেখা যাক
সুবিধাঃ
১. হোস্টিং সার্ভিস ব্যবহার এর জন্য টাকার দরকার নেই
২. যেহেতু সব কিছু নিজের পিসিতে তাই দ্রুত পরিবর্তন করা যায় । নতুন কিছু যোগ ও করা যায়
৩. অপলোড এর ঝামেলা নেই
অসুবিধাঃ
১. সবচেয়ে বড় অসুবিধা হল ব্যান্ডউইথ। কোন unlimited plan অথবা Lan না থাকলে লাভের চাইতে ক্ষতিই বেশি হবে।
২. সার্ভার চালু রাখতে হলে আপনার পিসি সব সময় চালু রাখতে হবে
৩. আরেকটা অসুবিধা হল Speed । আমাদের দেশে ইন্টারনেট এর স্পীড অনেক কম একারনে সার্ভারের স্পীড ও কম হবে। নিজের সাইট কে popular বানাতে চাইলে এটা worse option । অনেক ভিজিটর থাকলে সার্ভার বিপুল সময় নিবে
উপরের কথা গুলো শুনে অনেকেই ডিমোটিভেটেড হয়ে গেছেন। আরে ভাই একটা জিনিস করতে পারার আনন্দটাই সবচেয়ে বড় পাওয়া। আমি লিমিটেড প্লান এর মডেম চালাই তাও বেশ কিছুদিন সার্ভারের টেস্ট রান করিয়েছি। নিজের টাকার বিপুল পরিমান বাশ দিয়েছি :P
আর কথা না বাড়িয়ে শুরু থেকে শুরু করা যাক

ওয়ার্ডপ্রেসে হাতেখড়ি [পর্ব-০১]:: লোকাল হোস্ট বা PC তে wordpress ইনস্টল করার পদ্ধতি

লোকাল হোস্ট বা PC তে wordpress install করার পদ্ধতি:

ওয়ার্ডপ্রেসে কাজ করতে হলে আমাদেরকে প্রথমে wordpress CMS software টি ইন্সটল করতে হবে। ওয়ার্ডপ্রেস ইন্সটল দু’ভাবে করা যায়।
১. লোকাল হোস্ট বা পিসিতে
২. সার্ভার হোস্টে।
আজকে আমরা দেখব লোকাল হোস্টে কিভাবে ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে হবে।

যা যা প্রয়োজন-

  • XAMPP software
  • wordpress CMS software (.zip ফাইল) Download here